পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের উদ্বোধন ও সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও পৌর মেয়র আহসানুল হক তুহিন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ সোনিত কুমার গায়েন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, ডা. মো. তরিকুল ইসলাম, সাব রেজিস্টার কার্তিক জোয়ারদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মীর রেজাউল রহমান, প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, গলাচিপা প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন  মিল্টন সহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024