|
Date: 2023-05-22 21:39:37 |
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মোঃ ইকবাল হোসেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলা নির্বাচন কমিটি মোঃ ইকবাল হোসেনকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনিত করেন।
জেলা পর্যায়ে বিচারক মন্ডলী আবেদনকারীদের মধ্যে থেকে স্কাউট শিক্ষক হিসাবে অভিজ্ঞতা, ক্যাম্প পরিচালনা, উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ, প্রকল্প কার্যক্রম, প্রশিক্ষণের পর্যায়সমূহ, কন্টেন্ট তৈরি ও প্রজেক্টরের ব্যবহার বিষয়ে পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনিত করা হয়।
তিনি পীরগঞ্জ সরকারি কলেজ বিএ শেষ করে ০৫ মার্চ ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।
তারপরে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ইকবাল হোসেন ২৫ এপ্রিল ১৯৯৬ সালে আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বাংলাদেশ স্কাউট এ যোগতাদান করেন ।
© Deshchitro 2024