জামালপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) দিনব্যাপী বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় জামালপুর জেলা পুলিশের আয়োজনে, 'উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় ও আলেম সমাজের ভূমিকা' শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) মো. মাসুদ আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, 

অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী এবং ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। 

দুইটি সেশনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে জেলার চৌকিদার ও দফাদারগণ অংশগ্রহণ করেন। দ্বিতীয় সেশনে জামালপুর জেলার সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ অংশগ্রহণ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024