|
Date: 2023-05-22 21:48:51 |
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় সোমবার (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কলমাকান্দা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন দূর্গাপুর-কলমাকান্দা সংসদীয় আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তাগন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বাধীনতা পক্ষের সর্বস্তরের জনগন অংশ গ্রহণ করেন।
© Deshchitro 2024