রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আ'লীগ ও অঙ্গ সংগঠন।

সোমবার (২২ মে) বিকাল ৪ টায় উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন।

বিএনপিরা সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের ন্যূনতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। বিএনপির এই কুলাঙ্গার আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:তাহের এর সঞ্চালনায়,সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলের সংগ্রামী সভাপতি আওরঙ্গজেব মাতবর।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ
সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024