টাঙ্গাইলের মির্জাপুরে আজ সোমবার(২২মে)  সকাল ১০.৩০ ঘটিকায় মির্জাপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব আমিনুল ইসলাম বুলবুল মহোদয়ের সভাপতিত্বে ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাকিলা বিনতে মতিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার জনাব উম্মে সালমা। ভূমি অফিসের আরো বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন  ।আজ সোমবার(২২মে)  থেকে আগামী রবিবার(২৮মে)  পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদযাপন করা হবে।


ভূমি অফিসে না এসেও সেবা গ্রহণ করা যাবে। যে সকল সেবা পাওয়া যাবে ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অনলাইনে ডিসিআর ও খতিয়ান ইত্যাদি সেবাসমূহ প্রদান  করা হবে , মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করা, মাঠ পর্চা, রেকর্ড  হস্তান্তরসহ বিবিধ সেবা দেওয়া। এছাড়া ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় , খতিয়ান ও মৌজা ম্যাপ বিষয়ে ব্যাপক অবহিতকরণ ও গণসচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে। সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে কর্মকর্তা নিয়োজিত থাকবেন।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024