বদলে দি

সাদিক আহমদ সিয়াম

----------------------

আমার-তোমার সমাজ,

বদলে যাবে কি আজ?

দিবে তোমরা কথা বলবে,

বদলাবো অসুস্থ প্রথা।


বদলানোর এই তো সময়,

কর্মে তুমি হবে চঞ্চলময়।

তুমি হবে রাজ্যর সিপাহি,

আমরা হবো তোমার সহযাত্রী।


তারুণ্যের উন্মাদনা,

দেখাবে মোদের সম্ভাবনা।

সমাজের এক আকাঙ্খা,

উড়াবো মোরা বিজয়ের পতাকা।


তরুণদের বলবো আজ,

হাতে হাত রেখে গড়বে সুস্থ সমাজ।

সুষ্ঠতা তুমি চাও যদি?

তাহলে চলো সমাজকে বদলে দি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024