ফেনীতে স্টার লাইন গ্রুপ পরিদর্শনে জাপানের সাবেক অর্থমন্ত্রী ড, খুবাইসি 

জাপানের সাবেক অর্থমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক অঞ্চলের  উপদেষ্টা ড,খুবাইসি  ফেনীতে স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। 

৩রা সেপ্টেম্বর শনিবার  দুপুরে ড, খুবাইসি স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ের ফটকের  সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,স্টার লাইন গ্রুপের  ব্যবস্হাপনা পরিচালক হাজী আলা উদ্দিন, ভাইস- চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিচালক জামাল উদ্দিন, মাঈন উদ্দিন, গ্রুপের সিইও লোকমান হোসেন ভূঁইয়া, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, শিক্ষক, ছাত্র ছাত্রী,  প্রশাসনিক কর্মকর্তা কমল কান্তি দাশ,  সাংবাদিক জসিম মাহমুদনসহ গ্রুপের কর্মকর্তাবৃন্দ।

 ফেনীতে ফাইভ স্টার হোটেল, শিল্প কারখানাসহ   সম্ভাব্য লক্ষাধিক লোকের কর্মসংস্হান করার লক্ষে স্টার লাইন গ্রুপের সাথে আলোচনা হয়। স্টার লাইন গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক হাজী আলা উদ্দিনের  আমন্ত্রণে ড,খুবাইসি  ফেনী আসেন। 

এসময় মিঃ খুবাইসির সফর সঙ্গী ছিলেন মরিয়ম গ্রুপের উপব্যবস্পনা পরিচালক ,শিল্পপতি ইকবাল আহমেদ, দি ডেইলী বাংলাদেশ পোষ্ট পত্রিকার সম্পাদক শরীফ শাহাব উদ্দিন, ইন্জিনিয়ার রফিকুল ইসলাম প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024