মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাও বাস স্ট্যান্ড নামক স্থানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে । দূর্ঘটনায় আবু তালেব (৩২) নামে এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে । স্থানীয় লোকজন জানান, গতকাল বেজগাও বাস স্ট্যান্ডে যাত্রী উঠানোর জন্য হঠাৎ করে গাংচিল পরিবহন ব্রেক করে পার্কিং করার চেষ্টা করলে পিছন থেকে আসা বাইক আরোহী আবু তালেব নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছন সাইডে সজোড়ে ধাক্কা খান । আর এতে ঘটনাস্থলাই তিনি মৃত্যুবরণ করেন । 


উল্লেখ্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । মহাসড়কের বিভিন্ন স্থানে যানচলাচলের গতির নির্দিষ্ট মাত্রা নির্দেশক সুস্পষ্ট লেখা থাকলেও বাইক আরোহী সহ অনেক চালককেই তা অগ্রাহ্য করতে দেখা যায় ‌। তাছাড়া, বাস চালকগণ প্রায়শই অতিরিক্ত যাত্রী তোলার জন্য ট্রাফিক সিগন্যাল না মেনে যেখানে সেখানে ইন্ডিকেটর লাইট ব্যাবহার না করেই বাস থামিয়ে দেন । লুকিং গ্লাস ব্যাবহারেও লক্ষ্য করা গেছে অনিহা । এছাড়াও, বাইক চালকদের দূর্ঘটনায় পতিত হওয়ার উল্লেখযোগ্য কারনগুলোর মধ্যে হেলমেট ব্যবহার না করা, একাধিক আরোহী নিয়ে মাত্রাতিরিক্ত গতিতে ছোটা সহ রয়েছে বিভিন্ন কারন ও অসচেতনতা । বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ সড়ক দূর্ঘটনা রোধে ও যানবাহন চলাচলের নিয়ম সংক্রান্ত নানা নির্দেশনা জারি করলেও নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালনা, ফিটনেস বিহীন গাড়ি, মাত্রাতিরিক্ত গতি, ট্রাফিক আইন ও নিয়ম ভঙ্গ সহ চালকদের নানা অদক্ষতা দৃশ্যমান । বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এসব দূর্ঘটনায় ঝড়ে পড়ছে অসংখ্য তাজা প্রাণ । তাই সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা ও ট্রাফিক আইন মানার কোন বিকল্প নেই, এমনটাই বলেছেন পরিবহন বিশ্লেষক সহ সচেতন নাগরিকগণ ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024