জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদকে সভাপতি এবং দলটির উপজেলা শাখার সদস্যসচিব জিল্লুর রহমান বিপুকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে উপজেলা জাতীয় পাটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা জাতীয় পাটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু বলেন, 'গত শনিবার জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের স্বাক্ষরিত ১৭১ সদস্যবিশিষ্ট উপজেলা জাতীয় পাটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় সর্বস্তরের নেতাকর্মীরা উৎফুল্ল।'

দলীয় সূত্রে জানা যায়, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর জামালপুর জেলা জাতীয় পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক ইকবাল এহসান এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খানের সুপারিশে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী এম এ সাত্তার দলের ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই আহ্বায়ক কমিটির শর্ত ছিল ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, তা ঘোষণা করা। কিন্তু প্রায় সাড়ে ৫ বছর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি দায়িত্বশীলরা।

নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেওয়ার লক্ষ্যে মোস্তফা আল মাহমুদকে পার্টির ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক করেছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়েছে মোস্তফা আল মাহমুদকে। বর্তমানে তাঁকে পার্টির প্রেসিডিয়াম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপজেলা জাতীয় পার্টির নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক  মাহমুদুল্লাহ বলেন, 'মোস্তফা আল মাহমুদের দক্ষ নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করে যাচ্ছেন। আসছে সংসদ নির্বাচনে এ আসন থেকে মোস্তফা আল মাহমুদ লাঙ্গল প্রতীকে অংশ নেওয়ার লক্ষ্যে আমরা মাঠ গুছাচ্ছি।

জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, 'দীর্ঘদিন আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল এখানকার জাতীয় পার্টি। এখন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যে কোনো সময়ের চেয়ে এখানকার জাতীয় পার্টি বর্তমানে সুসংগঠিত ও শক্তিশালী। আগামী সংসদ নির্বাচনে  ইসলামপুর আসনে নির্বাচন করার আমরা প্রস্তুতি নিচ্ছি। নিশ্চয়ই আমরা সফল হবো, ইনশাআল্লাহ।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024