পৃথিবীতে আপনার বলে কিছু নাই।

সব কিছুই মিছে মায়া এবং মোহ।।

সব কিছুই টাকা এবং ক্ষমতার জোরে চলে।। 

মিথ্যে আবেগ ঠুনকো ঝড়ো বাতাসের মতো।। 

জীবনে চলার পথে অনেকেই আসবে এবং যাবে, 

সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নেওয়া উচিত।। 

জীবন নামক মায়ার পাখিটা দম ফুরালেই সব কিছুই শেষ। 

আজ রাতে ঘুমিয়ে ভোরে যদি আপনার ঘুম না ভাঙে তাহলে আপনি মৃত হিসেবে গণ্য হবেন।।

মৃত মানুষ তখন লাশ হিসেবে সবার কাছে পরিচিতি পাবে।

যদি আপনি মারা যান, কেউ টের না পায়...

পঁচে গন্ধ বের হয়, তখন আপনার লাশের কাছে কেউই আসবে না.....

আপনার মিথ্যে মাটির শরীরের মূল্য নিছকই একটা দুর্গন্ধ বৈকি কিছুই নয়।। 

এতো মায়া, মোহ, ভালবাসা তখনই মাটির নিচে চাঁপা পরে যাবে।।

মা বাবা বেশ কিছুদিন শোক করবে, ভাই বোন কিছু দিন কান্নাকাটি করবে, স্ত্রী কিছু দিন আহাজারি করবে...

তারপর সবকিছু একদিন স্বাভাবিক নিয়মে চলবে।।

আপনার যদি মা বেঁচে না থাকে তাহলে খুব বেশি শোক করার লোকের বড্ড অভাব দেখা দেবে।।

আপনার সহায় সম্পত্তি থাকলে সেগুলো ভাগাভাগি হয়ে যাবে, 

আর না থাকলে আপনাকে দাফন করাটাও অনেক মুশকিল হয়ে যাবে।। 

কিসের এতো অহংকার, কিসের এতো বড়াই!!

মৃত্যুর সময় আপনি একা, বড়ই একা।।

লেখক : প্রণব মন্ডল,  ইংরেজি বিভাগ,খুলনা বিশ্ববিদ্যালয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024