|
Date: 2022-09-04 03:11:07 |
◾ বিনোদন ডেস্ক
বিশেষ দিনে বিশেষ ঘোষণা দিলেন নির্মাতা ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। গত শুক্রবার ছিল তাঁর জন্মদিন। এ দিন সন্ধ্যায় ধানমন্ডির এক রেস্তোরাঁয় পিয়ালকে শুভেচ্ছা জানাতে আসেন অভিনয় ও গানের জগতের অনেক তারকা। জন্মদিন উদ্যাপনের এক ফাঁকে জানানো হয়, এত মানুষকে একত্র করার পেছনে উপলক্ষ আরও একটি আছে—নতুন সিনেমার মহরত। ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে একটি সিনেমা বানাচ্ছেন পিয়াল। প্রযোজনাও করবেন তিনি। নিজের জন্মদিনে মহরতের মাধ্যমে সে খবর প্রকাশ্যে আনলেন পিয়াল।
‘লাইফ ইজ বিউটিফুল’ তিন জুটির গল্প। গল্পগুলো প্রাথমিকভাবে আলাদা হলেও একপর্যায়ে বাঁধা পড়বে একই সুতোয়। নির্মাতার ভাষ্যে, ‘প্রতিটি গল্প আলাদাভাবে একেকটি সিনেমা মনে হবে।’ এতে অভিনয় করবেন নিপুণ আক্তার, ববি হক, নিরব হোসেন ও আসিফ আহমেদ খান।
দুই জুটিকে পাওয়া গেল, আরেক জুটি কারা? এ প্রশ্নের জবাব এখনই দিতে চাইছেন না নির্মাতা পিয়াল। রাখতে চাইছেন রহস্যের আড়ালে। বলছেন, ‘এটা সবার জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম। আরও কিছুদিন পরে বিস্তারিত জানাব।’ চলতি মাসের শেষের দিকে ‘লাইফ ইজ বিউটিফুল’ টিম শুটিংয়ে যাবে। শুটিং হবে ঢাকা, ঢাকার আশপাশ, কক্সবাজার ও রাঙামাটিতে।
© Deshchitro 2024