|
Date: 2023-05-23 18:52:29 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ জাতীয় পুষ্টিসেবা এই কর্মশালার আয়োজন করে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।
পুষ্টিসেবা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব ব্যাংক (ঢাকা) এর পুষ্টি পরামর্শক মো. ফেরদৌস।
কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, নার্স, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024