|
Date: 2023-05-23 20:59:13 |
চিনির বাজারে অস্থিরতাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এই অভিযান পরিচালনা করেন।
এ সময় সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে চড়া দামে চিনি বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, বাজারের চিনি একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে। কোনো দোকানে ১২৫ টাকা আবার কোনো দোকানো ১১৫ টাকা থেকে ১২০ টাকায় কেজিকে বিক্রি হচ্ছে চিনি। সরকার নির্ধারিত দামের ব্যত্যয় করে চিনি বিক্রয় করলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। বানিয়াচং থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।
© Deshchitro 2024