|
Date: 2023-05-23 22:00:20 |
বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য উৎপাদনকারী (পিও) সমবায় সমিতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। গতকাল মঙ্গলবার (২৩ মে) দুপুরে এ উপলক্ষে সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হাসান, ক্ষেত্র সহকারী বিপুল কুমার, সমিতির কোষাধ্যক্ষ কোরবান আলী, কার্যনির্বাহী সদস্য কোরবান খন্দকার প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহি অফিসার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা উপজেলার বিভিন্ন মৎস হ্যাচারি ও প্রজেক্ট পরিদর্শন করেন।
© Deshchitro 2024