|
Date: 2023-05-23 22:30:14 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল থানার আয়োজনে মঙ্গলবার (২৩ মে) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউপির বৌলাশির কান্দিপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।
সভায় মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
উক্ত সভায় ১নং মির্জাপুর বিটের বিট অফিসার এসআই মোঃ জামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় দুইশ' স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024