গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মঙ্গলবার  (২৩ মে) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কাপাসিয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।


বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও লাইসেন্স না থাকার অপরাধে ড্রিম ক্যাফে রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া, একটি মাংসের দোকান ও অন্যেটি ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে রাস্তায় প্রতিবন্দকতা,সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্স বিহীন পণ্য বিক্রির  অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় একেক জনকে ৫ হাজার করে মোট তিনটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ইউএনও। 


অভিযান সূত্রে জানা গেছে,উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।অভিযানে সহায়তা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।


এ-সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন,জরিমানার পাশাপাশি পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদানসহ তাদেরকে লাইসেন্স সংগ্রহের নির্দেশনাও প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024