কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী হাজেরা বেগমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আন্দিরপার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগ স্বামীর নাম মো.সোহেল  মিয়া। তিনি জেলার দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। 

সোহেল পরিবার সূত্র জানা যায়, সোহেল মিয়া সঙ্গে তার স্ত্রী হাজেরা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহ চলছিল। এরই জেরে রাতে সোহেলের সঙ্গে হাজেরা বেগমের ঝগড়া হয়। সোহেল মিয়া রাতে ঘুমিয়ে পড়লে হাজেরা বেগম তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। পরে সোহেলের বাড়ির লোকজন হাজেরা বেগমকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। 


দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, পারিবারিক কলহের কারণে ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছেন স্ত্রী। সোহেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024