মাদারগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী আলহাজ্ব মির্জা আবুল কাশেমের ১২তম মৃত্যু বার্ষিকী আজ৷ 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম পি মহোদয় এর পিতা, মাদারগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মির্জা আবুল কাশেমের ১২ তম মৃত্যু বার্ষিকী আজ৷ 

আলহাজ্ব মির্জা আবুল কাশেম ১৯২৯ সালের ০৮  অক্টোবর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সুখনগরী গ্রামের সম্ভ্রান্ত বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন৷ 

পিতা মির্জা রওশন আলী মাতা ফাতেমা বেগম৷ ছয় ভাই দুই বোনের মধ্যে মির্জা আবুল কাশেম ছিলেন মা বাবার পঞ্চম তম সন্তান৷ জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন নিজ উপজেলার চরনগর গ্রামের নুরুন্নাহার বেগম কে৷ পারিবারিক জীবনে তাদের সাত ছেলে ও দুই মেয়ে৷ 

মক্তবে কোরআন শিক্ষার মাধ্যমে লেখাপড়ার হাতেখড়ি৷ সুখ  নগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত লেখা পড়া করে তিনি ব্যাবসায় শুরু করেন৷ ১৯৮৪ ও ১৯৮৮ সালে পরপর দুই বার বালিজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নিরৃবাচিত হন৷ মাদারগঞ্জে স্কুল কলেজ ও মাদ্রাসায় ছিল তার নানান ধরনের অবদান৷ সুখে দুখে সব সময় জনগনের পাশে থাকতেন তিনি৷  এলাকার মানুষ তাকে হাজী সাহেব নামেই চিনতো৷ 

আলহাজ্ব মির্জা আবুল কাশেম ২০১১সালে ২৪ শে মে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024