"স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভুমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৩ মে) বিকাল ৩ টায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ।


প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন। ভূমি উন্নয়ন কর, ই-নামজারি,স্মার্ট ভূমি সেবা খতিয়ান (পরচাঁ) জমির ম্যাপ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়ন ভূমি অফিসে এই সেবা চালু করা হয়েছে বলে এটিএম আরিফ জানান।এছাড়া ১৬১২২ নাম্বারে কল করে ভূমি সেবা বা অভিযোগ জানাতে পারবেন বলে উল্লেখ করেন।


প্রেস ব্রিফিংয়ে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024