|
Date: 2023-05-24 17:35:46 |
মৌলভীবাজারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা চাই একটি সুন্দর নির্বাচন, এজন্য সকলের অংশগ্রহন প্রয়োজন। আমরাতো মাঠে আছি, আমরা খেলছি, আমরা সুন্দর খেলা চাই, যদি ভিন্নপক্ষ না খেলে মাঠের বাইরে পাউল করে তাহলে কিভাবে খেলা হবে। বুধবার (২৪ মে) সকালে মৌলভীবাজারে জেলার উন্নয়ন ও আমাদের করনীয় শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
২৪ মে বুধবার দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রবাসী কমিউনিটি লিডার মকিস মনসুর এর সঞ্চালনায় বিভিন্ন দাবি ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মো কামাল হোসেন, এম এ রহিম(সি আই পি)সহ ও স্থানীয় নেতৃবৃন্দ।
© Deshchitro 2024