ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর উদ্যোগে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গজনী বনরানী ফরেস্ট রিসোর্ট চত্ত্বরে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। এসময় বক্তব্য রাখেন, রাংটিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, ঝিনাইগাতী থানার এসআই রোকসানা আক্তার খানম, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) নকশী কোম্পানি কমান্ডার সুবেদার রঞ্জন সরকার। গণশুনানীতে বিজিবির অন্যান্য ক্যাম্প কমান্ডার, বন বিভাগের সদস্য ও এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই সময় ভূমি, বন ও হাতি সংক্রান্ত এবং আইনী সহায়তা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024