দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনস্বাস্থ্যে। বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। বন্ধ্যাত্ব ও জরায়ু সংশ্লিষ্ট রোগ বালাই বাড়তে থাকলেও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রতিকার অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

 বুধবার (২৪ মে)  সাতক্ষীরা জেলার শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফ্রেন্ডশিপ হাসপাতালের উপ-পরিচালক তানজিনা শারমিন এসব কথা গুলি বলছিলেন। তিনি আরও বলেন উপকূলে লবনাক্ততার কারণে জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিসহ। এ সব সমস্যা সমাধানে গণমাধ্যম কমীদের সহযোগিতা প্রত্যাশা করেন ফ্রেন্ডশিপ উপ-পরিচালক।

এছাড়া অন্যান্য বক্তারা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন।

সভার সভাপতির বক্তব্যে দক্ষিণ পশ্চিমের লবনাক্ত আক্রান্ত এলাকার স্বাস্থ্য তথ্য তুলে ধরেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মোঃ মুজাহিদুল হক। বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক একেএম সাখাওয়াত হোসেন, পিআর ম্যানেজার জিলফুল মুরাদ শানু, সমন্বয়ক শাহিন আহমেদ, ব্রান্ড ম্যানেজার মীর আফ্রাদ আকিব,সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অয়ন দাস প্রমুখ।

মতবিনিময় সভায় ফ্রেন্ডশিপ হাসপাতালের জনকল্যাণ কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানাজী, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সভাপতি আকবর কবীর প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024