"ডিজিটাল বউ"                                                      লেখক: মোঃ আরিফুল ইসলাম (রঞ্জু)                    বিদ্যুৎ নাইরে বিদ্যুৎ নাইরে

বিদ্যুৎ গেছে চলে, 

সোনা বউটা একটু মোটা 

গরমে তাই ফোলে। 

চার্জার ফ্যান নষ্ট আমার 

কষ্ট চাপা বুকে, 

অল্প আয়ে সংসার চালাই 

উচ্চ দামে দুঃখে । 

গরম গরম বেজায় গরম 

ঠাণ্ডা কাশি জ্বর, 

অভাব অনটন সুখের ঘরে 

আজ করেছে ভর। 

আয়ের টাকা ব্যয়ে যাই 

ব্যয়ে অনেক দেনা, 

দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি 

যায় না কিছু কেনা। 

বাইরে জ্বালা ঘরে জ্বালা 

তেল বিদ্যুৎ গ্যাসে ,

বউয়ের মেজাজ ভীষণ চড়া 

চিত্র বৃত্ত ব্যাসে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024