নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ডুবে রাজিব ভূইয়া (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।


বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামে এ ঘটনা ঘটে।


নিখোঁজ রাজিব ভুঁইয়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী ও জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূইয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩ টার দিকে মধুমতি নদীতে সাথে গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে এসে নদী সাঁতরে ওইপারে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়।


জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।


ঘটনাস্থল পরিদর্শন ও বিয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন ভূঁইয়া। 


নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালায় তবে নিখোঁজ স্কুলছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান না পাওয়া যাবে আমাদের উদ্ধার অভিযান চালমান থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024