লক্ষ্মীপুরের রামগঞ্জ করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রাম থেকে টাইলস মেস্ত্ররী রবিন হোসেন (২৫) নামক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক পূর্ব করপাড়া ভূইয়া বাড়ির আবুল খায়ের মিয়ার মেঝো ছেলে।


স্থানীয়রা জানান, প্রেমে ব্যর্থ হয়ে রবিন হোসেন বৃহস্পতিবার (২৫ মে) সকালে গাছের ডালে ফাঁস দিয়েছেন।


পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করেছেন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহিদ মির্জা ও ইউনিয়ন পরিষদের মেম্বার জীবন চক্রবর্তি জানান,ঘটনাস্থল থেকে ফোন দিয়েছেন নিহতের স্বজনেরা। মনে হচ্ছে পারিবারিক ঘটনার জেরধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান,লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024