সরাসরি ভোটে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।


বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক ভোটার সংখ্যা ১২৪২ এর মধ্যে ভোট পোল হয়েছে ৬৩০ ভোট।


 আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬জনের প্রার্থীর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন।তারা হলেন মোঃ শরিফুল ইসলাম ৩৭৮ ভোট পেয়ে প্রথম হন। মোঃ মেহেদী হাসান ৩৬৪ ভোট পেয়ে দ্বিতীয় হন। আ.ক.ম.পারভেজ রাজু ২৭০ ভোট পেয়ে তৃতীয় ও মোঃ সোহেল রানা শাহিন ২৪৫ ভোট পেয়ে চতুর্থ হন।


নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা। আইন শৃঙ্খলাই নিয়োজিত ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের টীম ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024