|
Date: 2023-05-25 23:09:52 |
দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকার উত্তর শ্যামপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে গত ২৪-০৫-২০২৩ইং রোজ বুধবার আনুমানিক বিকাল ৫টার সময় মোঃ রায়হান আলী পিতা- মোঃ রুহুল আমিন গ্রাম- শ্যামপুর উপজেলা- নবাবগঞ্জ জেলা- দিনাজপুর। হারিয়ে গেছেন। তার বয়স ১৩ বছর। উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের হালকা রং-ফর্সা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরিহিত ছিলো।
রায়হান আলী বিকাল ৫ঘটিকায় থেকে ফিরে আসেননি। ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে কোথায় খুঁজে না পাওয়ায় যাচ্ছেনা কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলেটির সন্ধান জেনে থাকলে অভিবক সঙ্গে
(01719-252953) এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
© Deshchitro 2024