|
Date: 2023-05-26 00:46:26 |
শিক্ষা জাতীয়করণ, মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘভাতাসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকরা নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আজ ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১ টায়।বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকশিস) বরিশালের উদ্যোগে এ কর্মসূচি হয় মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসংবলিত স্মারকলিপি পেশ করেন। বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা, যা বাস্তবায়নের জন্য মানসম্মত শিক্ষার দরকার যদি শিক্ষার মানোন্নয়ন না করা যায় তা হলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে না। শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক সচ্ছলতা বাড়াতে হবে। যদি মানসম্মত শিক্ষক পেতে হয়, তা হলে শিক্ষকদের মানসম্মত সম্মানী দিতে হবে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মাঝে কোনোরকম বৈষম্য যাতে না থাকে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা বিপর্যস্ত। যদি ৪০ শতাংশ মহার্ঘভাতা না দেওয়া হয়, তা হলে আমরা ঘরে বসে থাকব না। আমরা এ সরকারকে বাধ্য করব ৪০ শতাংশ মহার্ঘভাতা দিতে জেলা বাকশিসের সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তৃতা দেন কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বরিশাল জেলার সাবেক সভাপতি অধ্যাপক মশিউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক কামাল চৌধুরী প্রমুখ।
© Deshchitro 2024