গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে রায় মেনে নিয়েছেন পরাজিত আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা।


সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে একথা বলেন তিনি।


আজমত উল্লা বলেন, গাজীপুরে এবার নির্বাচন সুষ্ঠু হয়েছে। যারা ভোট দিয়েছেন তারা নিজের ইচ্ছে অনুযায়ী ভোট দিতে পেরেছেন। তবে নির্বাচনে কিছুটা ত্রুটি ছিলো বলে দাবি করেন তিনি।


তিনি আরো বলেন, ইভিএমে বিভিন্ন সমস্যা থাকার কারণে অনেকে ভোট দিতে পারে নাই। রায় আমি মেনে নিয়েছি তবে অন্য কেউ পরাজিত হলে সেটি মেনে নিতো কিনা সে নিয়ে প্রশ্ন তোলেন আজমত উল্লা খান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024