সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শুক্রবার সকালে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রামের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল মাধ্যমিক, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের প্রধানগণ, এসএমসি সভাপতি সহ অন্যান্যদের অংশ গ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত। কর্মশালায় রির্সোস পারসন হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,শ্যামনগর মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

অংশ গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।

কর্মশালায় ৩৬টি মাদ্রাসা, ৪৬টি স্কুল, স্কুল এন্ড কলেজ , শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অংশ গ্রহণ করেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024