মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভার আয়োজন করেছে ছাত্র মজলিসস শ্রীমঙ্গল উপজেলা শাখা। 


শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ আই এস মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম। 


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান।


দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবিদ হাসান। 


সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম বলেন, জ্ঞান-বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ছাত্র সমাজকে নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে ওঠতে হবে এবং ঘুণেধরা জাহেলি সমাজ ব্যবস্থা ভেঙ্গে গড়তে হবে ইসলামী সমাজ। আর এজন্য ছাত্র মজলিস কর্মীসহ সর্বস্তরের ছাত্রসমাজকে আরও এগিয়ে আসতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক নাঈম হাসান প্রমুখ। 


সভায় দারসে কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, হাতেকলমে শিক্ষাসহ প্রভৃতি অ্যাজেন্ডা অর্ন্তভুক্ত ছিল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024