|
Date: 2023-05-26 21:34:57 |
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, অবহেলিত ছাতক-দোয়ারার কাঙ্ক্ষিত উন্নয়ন ও দেশ গড়ার কাজে সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসতে হবে, না হয় আমাদের ভাগ্যের চাকা ঘুরবেনা, আমাদের স্বপ্ন পূরন হবেনা।
আজ ছাতকের দোলারবাজার ইউনিয়নের আলমপুর বাজারে এক নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশিষ্ট মুরব্বী ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ছাতক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী উবায়দুল হক শাহীন প্রমুখ। তাছাড়া সভায় বিভিন্ন গ্রাম থেকে আগতদের পক্ষে বিশিষ্টজন, মুরব্বী ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।
এমপি পার্থী আব্দুস সালাম আল মাদানী তার বক্তব্যে আলোকিত ছাতক-দোয়ারা গড়ার লক্ষে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা ও ভোট কামনা করেন। জবাবে এলাকাবাসি অকুন্ঠ সমর্থনসহ সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
© Deshchitro 2024