আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাঁধন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় তাকে সান্তাহার স্টেশন সংলগ্ন বারেক স্টোরের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাঁধন উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর জাহাঙ্গীর আলমের ছেলে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সান্তাহার পৌর এলাকায় রাত্রি কালিন পাহারার সময় গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার স্টেশন সংলগ্ন বারেক স্টোরের সামনে অভিযান চালিয়ে বেচাকেনার সময় বাঁধনকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো বিশেষ কায়দায় রাখা নেশার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, শুক্রবার গ্রেফতারকৃত বাঁধনকে আদালতে পাঠানো হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024