বগুড়ার আদমদীঘিতে চার লিটার চোলাই মদসহ তিন যুবকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি হবিরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি সদর ইউপির শিবপুর পশ্চিমপাড়ার বজলুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (২৩), আমজাদ হোসেনের ছেলে রুস্তম হোসেন (২০) ও নসরতপুর ইউপির চাটখইর পশ্চিমপাড়ার আব্দুল লতিফ মন্ডলের ছেলে হাবিবুর রহমান (২২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে সান্তাহার পৌর এলাকায় রন পাহারা কালে সংবাদ আসে মহাসড়কের হবিরমোড় এলাকায় মদ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে চার লিটার চোলাই মদসহ তিন যুবককে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইরচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত তিন যুবককে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024