সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আল আমিন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের ফাইজুল হক উরফে(ফাইজ্জা-র) ছেলে।



শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার উত্তর কলাউড়া কালাচান্দের হাওরের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া কালাচান্দের হাওরের আল আমিনের নামের মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে দোয়ারাবাজার থানার পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানা ওসি দেব দুলাল ধর। তিনি দৈনিক দেশচিত্র -কে বলেন সকালে স্থানীয় এলাকার লোকজন হাওরে এক যুবকের মরহেদ দেখে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে পরে। প্রাথমিকভাবে ধারণা করছি বজ্রপাতের আঘাতে তিনি মারা গেছেন। যুবকের শরীরের বজ্রপাতের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের করার পর মূল বিষয়টি জানা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024