জামালপুরের মাদারগঞ্জে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির লক্ষে সরকারি হাসপাতাল চত্বরে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়৷ ঘরে,গ্যাস সিলিন্ডারে,কাপড়ে বিভিন্ন ভাবে হটাৎ আগুন লাগলে প্রাথমিক করণীয় কি সে বিষয়ে উপস্থিত জনসাধারণের মাঝে তুলে ধরেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মোঃ রইছ উদ্দীন৷ শুরুতেই আগুন নিভানোর নির্বাপক যন্ত্রনিয়ে আগুন নিভিয়ে দেখান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়৷ এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্,মেডিকেল অফিসার স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মাহবুবুল আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মচারীবৃন্দ এবং মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন৷