ভোলায় ইয়েস বাংলাদেশের উদ্যোগে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মানন্নোয়নে কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়নে এবং প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভার অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার (২৭ মে) সকালে ভোলা জেলা শিশু একাডেমি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইয়েস বাংলাদেশের আয়োজনে দ্বি-বার্ষিক সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব মোঃ শাহিন হাসান।  

ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার রিমা আক্তার শিমু সহ বিভিন্ন কিশোর-কিশোরীরা কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে তাদের মতামত প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরে। এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা প্রদানকারী ও তাদের কথা তুলে ধরেন। 

এসময় প্রধান অতিথি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব মোঃ শাহিন হাসান কিশোর-কিশোরীদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং কৈশোরবান্ধব জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগগুলো তুলে ধরেন। কিশোর কিশোর-কিশোরীদের নিয়ে এরকম আলোচনা সভার আয়োজন করায় তিনি ইয়েস বাংলাদেশকে ধন্যবাদ জানান। 

বক্তরা বলেন, কৈশোর অপার সম্ভাবনার বয়স। ব্যক্তিত্ব গঠনের উপযুক্ত সময়। এ জন্য কিশোর-কিশোরীদের প্রতি আরও যত্নবান হওয়া উচিত। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পথ প্রসারিত করা প্রয়োজন। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ কিশোর-কিশোরী। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এই কিশোর-কিশোরীদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024