নরসিংদীর বেলাবতে সিএনজি ও  বাইসাইকেলের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার  পোড়াদিয়া - বেলাব রাস্তার রাধাখালী ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম শাহাদাত হোসেন শুক্কুর (১৮)। সে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।  


নিহত শাহাদাত হোসেন শুক্কুর উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন চরছায়েট গ্রামের মোঃ মুছা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,  সকালে কাজের উদ্যেশ্যে বাইসাইকেল নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয় শাহাদাত। বাইসাইকেল চালিয়ে রাধাখালী ব্রিজ এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সি এনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।


বেলাব থানার এস আই আজিজুল জানান, সকালে সি এনজির সাথে সংঘর্ষে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রাক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024