এড. মোঃ আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধি:- খুলনার কয়রায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক জনসচেতনতা মুলক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। 


৪ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  কয়রা সদরের মদিনাবাদ মডেল সরকারী  মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি এবিএমএস দোহা (বিপিএম) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল,শিক্ষক সুচিত্র মন্ডল,পেশকার  সামাদ প্রমুখ । এসময় বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024