২০২১ সালের মার্চে জাতীয় দলের হয়ে অভিষেক। ভারতীয় দলে গত ১৬ মাসে খেলেছেন মাত্র ২২টি টি২০ ম্যাচ। এর মধ্যেই দলে জায়গা পাক্তাপোক্ত করার পাশাপাশি ব্যাটারদের টি২০ র‌্যাংকিংয়ে ২ নাম্বারে উঠে এসেছেন।

উইন্ডিজের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে ভালো করলে বাবরকে হটিয়ে ১ নাম্বার ব্যাটার হতে পারেন, এমনই আভাস পাওয়া গেছে।

সূর্যকুমার ভারতীয় দলের হয়ে ২২টি টি২০ ম্যাচ খেলে ইতিমধ্যে ১টি সেঞ্চুরী ও ৫টি ফিফটি করে শীর্ষে চলে এসেছেন, আর আমাদের ব্যাটারদের নাকি অভিষেক হওয়ার পর বহুদিন সময় দিতে হয় কিংবা বাদ পড়ে পুনরায় ফিরে আসলে তাদেরকেও নাকি বহু সুযোগ দিতে হয়।

অথচ সূর্যকুমার শুরু থেকেই সেরা ক্রিকেট খেলে এক্কেবারে ১ নাম্বার ব্যাটার হওয়ার খুব নিকটে এখন। 

সুর্যকুমার আইপিএল প্রোডাক্ট। বাংলাদেশেও বিপিএল আছে। কিন্তু আমরা সূর্যদের অর্ধেকমানের ক্রিকেটারও পাচ্ছি না। 


জুবায়ের আহমেদ

লেখক ও ক্রীড়া বিশ্লেষক

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023