|
Date: 2023-05-27 19:41:17 |
কচুয়া উপজেলার স্কুল,মাদরাসা ও কলেজ শিক্ষক কর্মচারীর প্রধান সমন্বয়ক ঐতিহ্যবাহী আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মিজানুর রহমানের উদ্যোগে উপজেলার কলেজ,মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষক কর্মচারীও ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় অসুস্থ তিন জন শিক্ষককে ৫৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থ শিক্ষকরা হলেন তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব বাবু দিলীপ চক্রবর্তী, নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক জনাব হেদায়েত উল্লাহ ও বুরগী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ফালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ বিএসসি, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর মোল্লা,অতীতেও কচুয়া উপজেলা শিক্ষা পরিবার অসুস্থ ও অসহায় শিক্ষকের পাশে ছিল ভবিষ্যতেও উপজেলা শিক্ষা পরিবারের এই সহায়তা অসুস্থ শিক্ষকের মাঝে অব্যাহত থাকবে। প্রধান সমন্বয়ক আর্থিক সহায়তার জন্য উপজেলার সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানান এবং অসুস্থ শিক্ষকদের সুস্থতা কামনা করেন।
© Deshchitro 2024