রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২৭ কেজি ৫০০ গ্রাম। শনিবার (২৭ মে) সকালে বিশাল আকৃতির কাতল মাছটি দৌলতদিয়া ঘাটে আনলে দেখার জন্য অনেকে ভিড় জমায়। জানা গেছে, শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে খলিল হালদারসহ তার সহোযোগিরা জাল ফেললে কাতল মাছটি ধরা পড়ে। পরে মাছটি জেলেদের কাছ থেকে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল মাছটি কিনে নেয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ বলেন, ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে নেই। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় কাতল মাছটি বিক্রি করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024