|
Date: 2023-05-27 20:39:01 |
ইউক্রনের সীমান্তবর্তী রাশিয়ার এক গ্রামে হামলায় ঘটনা ঘটেছে। এমনই দাবি করেছেন দেশটির এক গভর্নর। শনিবার (২৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েত বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, ইউক্রেনের দিক থেকে রাশিয়ার প্লেখোভকো গ্রামের কাছে গোলাবর্ষণ চালানো হয়েছে। এতে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে।
তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এ দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া এই হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১ বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সম্প্রতি সংঘাতের পরিমাণ আরও অনেক বেড়েছে।
© Deshchitro 2024