|
Date: 2023-05-27 22:51:32 |
বৃহস্পতিবার বিকাল ৪:০০ঘটিকায় ইউনিয়নের খালপাড়ের মাঠে অনুষ্টীতব্য ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়।
ফাইনাল খেলার নির্দিষ্ট সময় গোল শুন্য থাকার কারণে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।ফলাফল শক্তিশালী সিলেট ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক খালপাড় একতা স্পোর্টিং ক্লাব।
পরে এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন,রানার্সআপ ও অন্যান্যদেরকে পুরষ্কৃত করা হয়।পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইকুমের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদ নূর আহমদের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেওয়ার পূর্বে মন্ত্রী মহোদয় আয়োজক ও সুবিশাল আয়োজনের প্রশংসা করে বলেন,গ্রাম পর্যায়েও ফুটবল একটি জনপ্রিয় খেলা।খেলাধুলা মানুষের চিন্তা-চেতনার বিকাশ ঘটায়,নেতৃত্ব মানতে শেখায়,শারীরিকভাবে সক্ষম হয়ে গড়ে উঠতে সহযোগিতা করে,এবং সচ্চরিত্রবান হতে সাহায্য করে।সমাজ তরুণদের দ্বারা যেনো উপকৃত হয়।আমাদের বেড়ে উঠা সমাজটা যেনো কারো ক্ষতির কারন না হয়।এইরকম সুশৃঙ্খল একটা টুর্নামেন্ট থেকে যেনো অন্যান্য অঞ্চলগুলো উৎসাহিত হয়ে একইভাবে খেলাধূলার আয়োজন করে সেই কামনা করি।এতে আমাদের সহযোগিতা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-পুলিশ সুপার এহসান শাহ্,শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্ জামান চৌধুরী,সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন,, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, ইতালির -মিলান আওয়ামী লীগের সহ-সভাপতি ও টুর্নামেন্টের প্রথম পুরুষ্কার দাতা-মোস্তাকিন মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-দিলদার হোসেন দিলিপ, পূর্ব বীরগাঁও ইউনিয়নের মুরব্বি ও শালিস ব্যক্তিত্ব-আরজুমান আলী, হাজী-তৈফুর রহমান, নূর জালাল করিম, মিজানুর রহমান, নায়েব আলী, মুজিবুর রহমান সুমল, আহমেদুল কবির সেমুয়েল, সাদিকুল ইসলাম, ফাজিল নূর, ওয়াসীম রায়মন,সমাজকর্মী-মিন্টু মিয়া,তোফায়েল আহমদ,তুজায়েল আহমদ তুজু,এনামুল হক,মুহিবুর রহমান মইতুর,মনিরুজ্জামান মনির,সাবেক ফুটবলার-মিসবাউর রহমান মিসা,ফারেজ আহমেদ প্রমুখ।
সুবিশাল এই আয়োজনের উদ্যেক্তা-বাবরুল নাহিদ,সাদিকুর রহমান,শহীদনুর আহমেদ,সুয়েব আহমেদ-বলেন,পাড়ার তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ,শালিস ব্যক্তিত্বের অক্লান্ত পরিশ্রম ও সকল ধরনের সহযোগিতা না পেলে হয়তো আমাদের আয়োজন সফলতার মুখ দেখতো না।আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে কামনা করি।
© Deshchitro 2024