|
Date: 2023-05-27 23:21:07 |
যশোরের অভয়নগরে সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২৭মে শনিবার) অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের ২ শতাধিক মহিলা রোগীকে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার যশোর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এজন্য তিনি বাঘারপাড়া ও অভয়নগের প্রতিটি ইউনিয়নে, গ্রামে, মহল্লায় প্রতিদিন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা ও প্রচার প্রচারনা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় মহিলা রোগীকে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ করে যাচ্ছেন । অভয়নগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বাবু শুকেন দাশের সভাপতিত্বে এই ফ্রী মেডিকেল উপস্থিত ছিলেন সিদ্ধিরপাশা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য জোহরা খাতুন, যুবলীগের সদস্য জসিম উদ্দিন, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সভাপতি মহাসিন শেখ ও হারুন অর রশীদ। ফ্রী চিকিৎসা সেবা পেয়ে মহিলা রুগীরা সন্তোষ প্রকাশ করেন এবং অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের প্রসংশায় উজ্জীবিত হন।
© Deshchitro 2024