|
Date: 2023-05-28 16:10:55 |
ভূরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযানে দুই মুদি দোকান থেকে কেজি গাঁজা সহ কুখ্যাত দুইজন মাদক ব্যাবসায়ী কে আটক করেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে শনিবার রাতে ১১:৩০ টার সময় উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোট খাঠামারী এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার মৃত আজিজুল হক এর ছেলে মোঃ জহুরুল ইসলাম ওরফে বাবু (৩৭), ও মৃত ইব্রাহিম আলীর ছেলে মোঃ সহিদ আলী (৫৭) কে গ্রেপ্তার করে থানা পুলিশ । তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সহিদ আলীর বসত বাড়ি সংলগ্ন তার দোকান থেকে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায় গ্রেফতার কৃত আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে বাবু এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৩ (তিন) টি মাদক বিচারাধীন রয়েছে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে। আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024