কক্সবাজার জেলা যুব মহিলা লীগ সভাপতির পদ থেকে থেকে পদত্যাগ করেছেন তাহমিনা চৌধুরী লুনা।


রোববার ২৮ মে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এর বরাবরে লেখা পদত্যাগপত্রে তিনি পারিবারিক ও ব্যক্তিগত কারণে কক্সবাজার জেলা যুব মহিলা লীগ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। তাঁর পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্প সময়ে ভাইরাল হয়ে গেছে।


তাহমিনা চৌধুরী লুনা ফেসবুকে তাঁর পদত্যাগপত্রটি আপলোড করে বলেছেন, “আমি আমার বাবার রক্তের কাছে দায়বদ্ধ।


তাহমিনা চৌধুরী লুনা কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ এর একমাত্র বোন।তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান একেএম মোজাম্মেল হক এর কন্যা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024