|
Date: 2023-05-29 07:19:39 |
আজ সোমবার আনুমানিক সকাল দশটায় শাজাহানপুরের রহিমাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা সংস্কারে নিয়োজিত পানিবাহি ট্যাংকার ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো: খ ১৭-৭২০১) রহিমাবাদ সেনা স্বরণী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মহাসড়ক সংস্কারের কাজে নিয়োজিত পানিবাহি ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় প্রাইভেট কারে অবস্থিত একজন মহিলা যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উপস্থিত জনতা স্থানীয় ম্যাক্স ক্লিনিকে ভর্তি করে দেন। তবে আহত মহিলা যাত্রী অবস্থা খুব বেশি গুরুতর নয় বলেও জানা যায়।
© Deshchitro 2024