|
Date: 2023-05-29 09:32:12 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর "জুলিও কুরি " শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৮ মে কুড়িগ্রামের উলিপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে বেলা ১২ টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে ও ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা, পৌর মেয়র মামুন সরকার মিঠু,জৈষ্ঠ্য প্রভাষক আল মামুন সবুজ,আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমূখ।এ সময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ওইদিন সকাল সাড়ে ১০ টায় উলিপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা ও পৌরসভার মেয়র মামুন সরকার মিঠুর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
© Deshchitro 2024